নভেম্বর ২৮, ২০২২, ০৮:০২ এএম
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
এর আগে গত ২০ নভেম্বর উপজেলা দুটিতে পর্যটন নিষেধাজ্ঞা গতকাল সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছিল।
গত ১২ নভেম্বর ও ১৬ নভেম্বর আলীকদম উপজেলা ও থানচি উপজেলার নিষেধাজ্ঞা তুলে নেয় স্থানীয় প্রশাসন।
গত ১৮ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
এরপর গত ২৩ অক্টোবর একই কারণ বলে পর্যটকদের থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন।