রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড তদন্তে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২১, ০৬:৫৮ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড তদন্তে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ক্যাম্পের আগুনে যদি রোহিঙ্গাদের মধ্যে কেউ জড়িত থাকে, তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বুধবার (২৪ মার্চ) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রী বালুখালীর ৯ নম্বর ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। রিপোর্টে কারো দুরভিসন্ধি বা অবহেলা পাওয়া যায় তা অবশ্যই সরকার খতিয়ে দেখবে।’

মন্ত্রী আরও বলেন, ‘যারা আগুনে ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ভাসানচর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে কেউ যদি নিজের ইচ্ছায় ভাসানচর যেতে চায়, তাহলে তাদের সেখানে পাঠানো হবে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। এসব ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছে সরকার।’

সেসময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল-সহ  প্রশাসনের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!