লঞ্চে অগ্নিকাণ্ড: আরও দুইজনের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২১, ১১:৪৯ এএম

লঞ্চে অগ্নিকাণ্ড: আরও দুইজনের মরদেহ উদ্ধার

ঝালকাঠির বিষখালী নদীতে অজ্ঞাত দুজনের লাশ ভেসে উঠেছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা সদরের কিস্তাকাঠি এলাকার বিষখালী নদীর চর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। এর প্রায় তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার বড়ইয়া এলাকার বিষখালী নদীর চর থেকে অজ্ঞাতনামা আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া লাশ দুটি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে লাশ দুটির পরিচয় এখনো ​জানা যায়নি। 

ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং পরনে গোলাপি রঙের সালোয়ার-কামিজ আছে। আগুনে ঝলসানো লাশের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তিনি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ যাত্রীদের একজন। এদিকে উদ্ধার হওয়া ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরনে কালো রঙের জিনসের প্যান্ট ও একটি গেঞ্জি ছিল। তাঁর পকেটে থাকা মানিব্যাগে একটি ছবি পাওয়া গেছে। তবে ছবিটি কার, সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। 

এ নিয়ে গত তিন দিনে সুগন্ধা ও বিষখালী নদী থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হলো। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৬ হলো। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া দুই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Link copied!