লালবাগ কেল্লায় টিকটক ভিডিও বানানো নিষিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ০৭:৫৫ পিএম

লালবাগ কেল্লায় টিকটক ভিডিও বানানো নিষিদ্ধ

ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ভিডিও বানানো নিষিদ্ধ করেছে লালবাগ কর্তৃপক্ষ।

রবিবার (১৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন লালবাগ কেল্লার সহকারী তত্ত্বাবধায়ক তানজিলুর রহমান।

টিকটক করতে নিষেধ করে কেল্লার ভেতরে কয়েকদিন ধরে মাইকিং করা হচ্ছে। মাইকিং চলাকালে বলা হয়, ‘লালবাগ কেল্লায় টিকটক করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। টিকটক করা অবস্থায় কোনো ব্যক্তিকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রতিদিন কিশোর-তরুণ টিকটকাররা এখানে এসে ভিডিও তৈরি করছে। তারা দর্শনার্থীদের হয়রানি করছে। আপত্তিকর ভাষায় কথা বলছে। অনেকে প্রতিবাদ করেন। অনেকে আবার ভয়ে কথা বলেন না। তাদের উৎপাতে দর্শনার্থীরা বিব্রত।

তানজিলুর রহমান জানান, লালবাগ কেল্লায় দর্শনার্থীদের অসুবিধা করে অনেকে টিকটক ভিডিও বানাতে থাকেন। এসব নিয়ে দর্শনার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। পরিস্থিতির অবনতি ঠেকাতে আমরা কেল্লার ভেতরে টিকটক ভিডিও বন্ধ করতে বলেছি।

নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Link copied!