মে ২৫, ২০২৩, ০৬:০৬ পিএম
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৩০২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। এই কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকে আজমত উল্লা খান পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৩৭ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ২১৩ ভোট।
গাজীপুর সিটি কর্পোরেশন নিবাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী। ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
এর আগে বৃহস্পতিবার (২৫ মে) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
সকালের দিকে শহরের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। কিছু জায়গায় ইভিএমে ধীরগতি ও জটিলতার অভিযোগ থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।