শনি ও রবিবার ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২১, ১১:৫৬ এএম

শনি ও রবিবার ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার (১৮ জুন) মধ্যরাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকবায় মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও খবর পাওয়া গেছে। শনিবার (১৯ জুন) ভোর বেলায়ও রাজধানী ঢাকাতে বৃষ্টিপাত হয়। বেলা ১২ টা পর্যন্ত  থেমে থেকে আবার কথনও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির এই  অব্যাহত ধারা রবিবার (২০ জুন) পর্যন্ত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলার অনেক জায়গায় অস্থায়ীভাকে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের  মধ্যাঞ্চল  হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ওই আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পারে বলেও জানানো হয়।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট জেলার শ্রীমঙ্গলে। ওইদিন তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ২৩ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস।

 

Link copied!