রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলীয় ২১ টি জেলার যোগাযোগের অন্যতম প্রধান নৌরুট শিমুলিয়া-বাংলাবাজার দিয়ে আবারও নিয়মিত ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ১৭টি মোটরসাইকেল ও ২টি ছোট পরিবহন নিয়ে ফেরি সুফিয়া কামাল মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, “পরীক্ষামূলকভাবে সকালে একটি ফেরি শিমুলিয়া থেকে কয়েকটি যানবাহন নিয়ে বাংলাবাজার যায় এবং সফলভাবে ফিরে আসে। এরপরই নিয়মিত ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।”
বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা আরও বলেন, হালকা যানবাহন নিয়ে দিনের বেলায় মাঝারি আকারের ফেরি সীমিত পর্যায়ে চলাচল করবে। এর আগে ১৫-২০টি ফেরি চলাচল করলেও এখন চারটি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া শিমুলিয়া থেকে ৮৭টি লঞ্চ ও ১০১টি স্পিডবোটেও যাত্রী পারাপার চলছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, তীব্র স্রোতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে চারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। ফলে টানা ৪৭ দিন ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। এরপরে পদ্মায় স্রোতের গতি কমে এলে গত অক্টোবর মাসের ৪ তারিখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
কিন্তু ৭ দিনের মাথায় গত ১১ অক্টোবর স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরবর্তিতে ১৪ ও ২৬ অক্টোবর পরীক্ষামূলকভাবে চলাচল সফল হলেও নিরাপত্তার কথা ভেবে ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।