জুন ২৭, ২০২২, ০৯:১০ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও পাবনার বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা জাকারিয়া পিনটুকে গ্রেপ্তার করে র্যাব।
সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক ইসরাত জাহান মুন্নী আসামি পিন্টুকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান।
তিনি আরও বলেন, “আদেশের পর পিন্টুকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সেময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ট্রেনে ঈশ্বরদী স্টেশন পার হওয়ার সময় বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৩ জুলাই বিএনপির নয় নেতাকর্মীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। তার সঙ্গে আরও আটজনের মৃত্যুদণ্ড এবং ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এ মামলায়।