ব্যবসায়ী প্রাধান্য সংসদে ব্যবসায়ীদের অংশগ্রহণ সংকোচিত করতে আইন গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপ শেষে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া গণমাধ্যমকে এই তথ্য জানান।
নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন আইন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া সাংবিধানিক সংস্থার সমন্বয়ে কাউন্সিল গঠন করে সার্চ কমিটি গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় সংগঠনটি।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মাঝে পলিট ব্যুরোর সদস্য লুৎফর রহমান, ধীরেন সিংহ , সাইফুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মহিমউদ্দিন মাহিম, মুশাহিদ আহমেদ ও এম এ গনি উপস্থিত ছিলেন।