সংসদ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০৭:৪৩ পিএম

সংসদ কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। ওই নারী লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর রফিকুল ইসলাম নামের ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, রফিকুল ইসলাম কমিটি অফিসার হিসেবে কর্মরত। ওই নারী একই শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

গত ২৮ মার্চ ওই নারী সংসদ সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্ত কর্মকর্তাকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখা।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ওই কর্মকর্তা বেশ কিছু দিন ধরে নারী সহকর্মীকে অশালীন ভাষায় গালিগালাজ ও আপত্তিকর কথাবার্তা বলে আসছেন। অফিসকক্ষ ফাঁকা থাকলে অফিস সহায়ককে অন্য কোথাও পাঠিয়ে দিয়ে ওই নারী কর্মকর্তাকে আপত্তিকর কথাবার্তা বলতেন। ওই নারীকে কক্ষে ডেকে নিয়ে গিয়ে কম্পিউটারে আপত্তিকর ছবি বের করে বলেন, এগুলো দেখলে মনে প্রশান্তি আসবে। ওই কর্মকর্তা ওই নারীকে মার্কেটে এবং বন্ধুর বাসায় যাওয়ারও প্রস্তাব দেন।

সংসদ সচিবালয় ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখার উপসচিব এস এম মঞ্জুর বলেন, “তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।”

Link copied!