ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে হাসপাতাল থেকে ছাড়তে কোন বাধা নেই। আজ বুধবার সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা এ কথা জানান।
এর আগে, অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলাতেও জামিন পেয়ে গেছেন ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট।
ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান বুধবার সম্রাটের আবেদনের শুনানি করে তার জামিন মঞ্জুর করেন। এর আগে একই বিচারক দুই দফা এ মামলায় জামিন নাকচ করেছিলেন।
এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আসামিপক্ষ সময়ের আবেদন করলে বিচারক আগামী ৯ জুন নতুন তারিখ ধার্য করেন।
সম্রাটের বিরুদ্ধে থাকা চার মামলার মধ্যে অস্ত্র ও অর্থ পাচারের দুই মামলায় গত ১০ এপ্রিল এবং পরদিন মাদক মামলায় তাকে জামিন দেয় আদালত। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ছয় মাসের সাজাও অনেক আগেই শেষ হয়েছে।
ফলে সম্রাটের মুক্তিতে এখন আর কোনো ‘আইনি বাধা নেই বলে তার আইনজীবী এহসানুল হক সমাজীর ভাষ্য।