সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২২, ০৫:২২ পিএম

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের ভারতীয় অংশে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

নিহতের নাম হাছানুর ওরফে মান্দুলি। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।

রবিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের ভারতের কৈজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, হাছানুর আজ ভোরে ভারতের ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের দুবলী সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পেটে লাগে। ভোর ৬টার দিকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, “বিএসএফ প্রাথমিকভাবে ঘটনাটি অস্বীকার করেছে। আমরা পতাকা বৈঠকের জন্য তাদের আহ্বান করেছি। পতাকা বৈঠক হলে বিস্তারিত জানা যাবে।”

Link copied!