সাদা ঠোঁটের কালো রঙের পাখিটির নাম কালকূট !

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২২, ১১:১৪ এএম

সাদা ঠোঁটের কালো রঙের পাখিটির নাম কালকূট !

সাদা ঠোঁটের কালো রঙের পাখিটির নাম কালকূট। কালকুঁচও বলে এদের। ইংরেজি নাম কমন কট। বৈজ্ঞানিক নাম ফুলিচা আট্রা। শরীরের মাপ ৪০ সেন্টিমিটার। লেজ খুবই ছোট।  

 

মূলত পানির পাখি কালকূট। নিরিবিলি বিল-ঝিল, জলাশয় ও হাওর-বাওড়ই বেশি পছন্দ এদের।

দলবেঁধে থাকে, চরে বেড়ায়। পানির অন্য পাখিদের সঙ্গে সহজে মিলেমিশে থাকে। ভালো সাঁতার জানে। ডুব দিতেও ওস্তাদ। এরা হাঁসের মতো ডুব দিয়ে উল্টে গিয়ে পানির নিচে খাবার খুঁজতে পারে। বেশ সাহসী, বুদ্ধিমান ও চালাক পাখি। পানির উপরে শাপলা-শালুকে-পদ্মে পা ফেলে বা শুধু পানিতে এরা যত দ্রুত দৌড়াতে পারে, সম্ভবত কোনো পাখি আর পারে না।

কালকূটের খাদ্যতালিকায় আছে পানির নিচের উদ্ভিদ-গুল্মের কচি অংশ, ছোট ছোট মাছ, ব্যাঙ ও জলজ পোকামাকড়। ডাঙায় উঠেও হাঁটতে পারে স্বাচ্ছন্দ্যে। বাসা বাঁধার জন্য এরা পছন্দ করে হাওর-বাওড় বা মরা নদীর উদ্ভিদ-গুল্ম বা ঘাসবন। দু’জন মিলেই বাসা বাঁধে। ডিম পাড়ে ৫-৯টি।  

বরফরঙা ডিম, তাতে বাদামি ছিটছোপ থাকে। দু’জন মিলে পালা করে ডিমে তা দেয়। ২০/২২ দিনে বাচ্চা ফোটে। বাচ্চারা উড়তে শেখে ২৫-২৮ দিনে। জন্মের ২-১ দিনের মধ্যে মায়ের সঙ্গে পানিতে নেমে পড়ে।  

এদের দেখা যায় মূলত শীতকালে। অন্য দেশ থেকে আসা পরিযায়ীদের সঙ্গে তখন মিশে যায়। অনেকে আবার এদেশেই থেকে যায়। শীতে বহু হাটবাজারে এদের বিক্রি হতে দেখা যায়, যা নিষিদ্ধ। এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালে রক্ষা পাবে কালকূটের মতো পাখিরা।

 

Link copied!