সাবেক অতিরিক্ত সচিব কবি আফতাব আহমদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২৩, ১২:৫৫ এএম

সাবেক অতিরিক্ত সচিব কবি আফতাব আহমদ মারা গেছেন

কবি আফতাব আহমদ। ফাইল ছবি: সংগৃহীত

সাবেক অতিরিক্ত সচিব কবি আফতাব আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত পৌনে নয়টার দিকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 

সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা কবি আফতাব আহমদের আত্মীয়। তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে জানান, আফতাব আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাজধানীর বারডেম ও স্কয়ার হাসপাতালেও তিনি চিকিৎসা নেন। পরে সর্বশেষ ইয়র্ক হাসপাতালে ভর্তি ছিলেন। আজ রাতে তাঁর মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হবে। তাঁকে কোথায় দাফন করা হবে, তা মঙ্গলবার জানানো হবে।

কবি আফতাব প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৯ সালে। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর জীবন কাটাচ্ছিলেন। প্রায় এক বছর আগে তাঁর একবার স্ট্রোকও হয়েছিল।

আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের পুত্র। তাঁর মৃত্যুতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, অনন্য রায়হান, সিউতি সবুরসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

Link copied!