সামাজিক দুরত্ব মেনেই হেফাজতের বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২১, ০৭:২৪ পিএম

সামাজিক দুরত্ব মেনেই হেফাজতের বিক্ষোভ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে গত শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে কয়েকজন নেতাকর্মীর মৃত্যুর প্রতিবাদে ২ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে করোনার সার্বিক পরিস্থিতি অবনতি হবার কারনে সামাজিক দুরত্ব বজায় রেখেই বিক্ষোভ কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন হেফাজত ইসলামে ঢাকা মহানগরের সহ প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

২ এপ্রিল বায়তুল মোকাররম থেকে জুম্মার নামাজের পরই এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। এসময় হেফাজত ইসলামে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আর প্রতিটি জেলায় জুম্মার নামাজের পর বিক্ষোভ পালন করা হবে বলে জানান হয় সংগঠনটির পক্ষ থেকে।

মাওলানা আজিজুর রহমান দ্য রিপোর্টকে বলেন, আমাদের বিক্ষোভ সমাবেশ পূর্ব ঘোষিত। তাই স্বাস্থ্যবিধি মেনেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। 

Link copied!