স্বজনদের হারিয়ে বেঁচে রইলেন নবদম্পতি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২২, ১০:৪১ পিএম

স্বজনদের হারিয়ে বেঁচে রইলেন নবদম্পতি

ঢাকার উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার চাপা পড়ে বিধ্বস্ত গাড়িটির পাঁচ যাত্রী নিহত হলেও বেঁচে গেছেন দুজন। তাঁরা নববিবাহিত দম্পতি। তাঁদের বউভাতের অনুষ্ঠান শেষ করে স্বজনেরা মিলে ওই প্রাইভেট কারে করে আশুলিয়ার বাসায় ফিরছিলেন।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে তাঁরা দুর্ঘটনার শিকার হন। বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় তাঁদের প্রাইভেট কারের ওপর পড়ে।

ওই গাড়ি চালাচ্ছিলেন রুবেল মিয়া (৬০), আর তাতে ছিল তার ছেলে-পুত্রবধূসহ সাত স্বজন।

চাপা পড়া সেই গাড়ি থেকে রুবেলের ছেলে হৃদয় (২৬) এবং তার স্ত্রী রিয়া মনিকে (২১) উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে পাঠানো হয়।

বিয়ের পর স্ত্রী ও বাবাসহ স্ত্রীর স্বজনদের নিয়ে আশুলিয়া খেজুর বাগানে শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন হৃদয়।

হৃদয় ও তার স্ত্রীকে উদ্ধার করা গেলেও ভায়াডাক্টচাপা সেই গাড়ির ভেতরে রয়ে যান রুবেল, হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), ফাহিমার বোন ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

হৃদয় ও রিয়া মনি চিকিৎসার পর এখন শঙ্কামুক্ত।

Link copied!