জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপির সমাবেশে যোগ দিতে আসা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দিয়েছে পুলিশ।
শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোলপ্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। তবে গাড়ি আটকে দেওয়ার কথা অস্বীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন।
গণমাধ্যমকে তিনি বলেন, “রুমিন ফারহানার গাড়ি আটক করা হয়নি। তার সঙ্গে কথা আমরা বলছি। রুমিন ফারহানা টোলপ্লাজায় তার আটকে রাখা গাড়িতেই অবস্থান করছিলেন।”
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় ছাত্রলীগও একই স্থানে ছাত্র সমাবেশ ডাকে। এর ফলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শনিবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন। ওই এলাকায় সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশের ৫ শতাধিক সদস্য মোতায়েন রয়েছে।