শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে জব্দ হওয়া রোলস রয়েস ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ির আমদানিকারককে ৫৬ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এরমধ্যে বিমোচন জরিমানা ৪০ লাখ টাকা। একই সঙ্গে শুল্ক কর হিসেবে পরিশোধ করতে হবে আরও ২৮ কোটি ২৯ লাখ টাকা। সব মিলিয়ে গাড়িটি খালাসে জরিমানা গুনতে হবে ৮৫ কোটি টাকা।
গাড়িটি জব্দ হওয়ার পর শুল্কায়ন না করেই খালাস নিয়ে লুকিয়ে রাখার অভিযোগে শুল্ক গোয়েন্দাদের করা কাস্টমস মামলায় গত ১২ অক্টোবর চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান এ আদেশ দেন।
বিষয়টি আজ মঙ্গলবার গণমাধ্যমের খবরে আসে।
৩০ দিনের মধ্যে এ টাকা দিতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে কাস্টমস হাউস।
তৈরি পোশাক খাতের শীর্ষ উদ্যোক্তা অনন্ত গ্রুপ গত এপ্রিলে ৬ হাজার ৭৫০ সিসির একটি রোলস রয়েস গাড়িটি আমদানি করে। শুল্কায়ন না করেই নিজের জিম্মায় নেয়ার অভিযোগে গাড়িটি গুলশান থেকে জব্দ করে শুল্ক গোয়েন্দা। এরপর মামলা করে চট্টগ্রাম কাস্টমস হাউসে। যার রায় দেয়া হয় ১২ অক্টোবর।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি ৬ হাজার ৭৫০। এ ধরনের গাড়িতে শুল্কায়িত মূল্যের আটগুণ শুল্ককর দিতে হয়। এটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ধরনের গাড়ি। গাড়িটি উৎপাদনের সাল ২০২১। মডেলের নাম কুলিনান এসইউভি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল আলম বলেন, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আমদানি করা গাড়িটি অবৈধভাবে অপসারণ করায় জব্দ করা হয়েছিল। এরপরই তদন্ত করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়।