২৮ বছর পর শহীদ জননী জাহানারা ইমামের বিনিয়োগের লভ‍্যাংশ পেল পরিবার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২২, ০৯:১১ এএম

২৮ বছর পর শহীদ জননী জাহানারা ইমামের বিনিয়োগের লভ‍্যাংশ পেল পরিবার

শেয়ারবাজারে বিনিয়োগ করা অর্থ ও লভ্যাংশ বাবদ পাওনা টাকা ২৮ বছর পর ফেরত পেলেন শহীদজননী জাহানারা ইমামের পরিবার। জাহানারা ইমাম, তার দুই সন্তান শহীদ শাফী ইমাম রুনি ও সাইফ ইমামের শেয়ারের অনিষ্পত্তিকৃত অর্থ প্রদান করা হয়েছে।

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) মাধ্যমে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ঘণ্টা বাজানো ও বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি কর্মসূচি’ অনুষ্ঠানে এই অর্থ হস্তান্তর করা হয়।

সিএমএসএফের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শহীদজননী জাহানারা ইমাম ও তাঁর পুত্র শহীদ শাফী ইমাম রুমির শেয়ারবাজারে বিনিয়োগ ছিল। বর্তমানে ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে লেনদেন হওয়া ‘ঢাকা ইঞ্জিনিয়ার্স’ নামের একটি কোম্পানিতে এ বিনিয়োগ ছিল তাদের। ১৯৯৪ সালে জাহানারা ইমাম মারা যাওয়ার পর থেকে সেই বিনিয়োগ অদাবিকৃত অবস্থায় পড়ে ছিল। পরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উদ্যোগে সিএমএসএফ গঠনের পর অদাবিকৃত সেই অর্থ তহবিলে ফেরত আসে। সেখান থেকে জাহানারা ইমামের পরিবারের পাওনা ১ লাখ ৪২ হাজার টাকা ওই পরিবারের প্রতিনিধি হাবিবুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।

চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

Link copied!