৩১ দিনব্যাপী বইমেলাতে এবার মোট ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। বাংলা একাডেমীর পরিচালক ও একুশে বই মেলার সদস্য সচিব জালাল আহমেদ বইমেলার বই বিক্রির তথ্য পেশ করেন। বৃহস্পতিবার শেষ হওয়া এবারের বই মেলা করনা পরিস্থিতির কারণে শুরু হতে একটু বিলম্ব হয়েছিলো। শুরুতে ১৫ দিনের বইমেলা চলবে জানানো হলেও পরিস্থিতি ভাল হওয়ায় ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিলো। এবার ৩ হাজার ৪শ ১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে ২৬শতাংশ বইকে মানসম্মত বই হিসেবে বিবেচনা করা যায় বলে জানিয়েছে বাংলা একাডেমী।