‘পুলিশ র‍্যাব কিছু বলেনি, কী নির্বাচন করছি আমরা?’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৪:২৪ পিএম

‘পুলিশ র‍্যাব কিছু বলেনি, কী নির্বাচন করছি আমরা?’

দেশে অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে হওয়া অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার দাবি প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।  

মাহবুব তালুকদার বলেন, “এখানে যখন আসলাম, এতোগুলো বুথ দেখে আমি হতাশ। কোথাও কোন লোকজন নেই। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে, সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ আছে, র‍্যাব আছে কেউ কিছু বলেনি। কী নির্বাচন করছি এটা আমরা?”

এসব অভিযোগের কী ব্যবস্থা নেওয়া হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।”

Link copied!