এপ্রিল ১০, ২০২১, ০৮:৪২ পিএম
ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের প্রয়াণে ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায় সত্যিকারের বন্ধু ও মিত্রকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার প্রিন্স ফিলিপের মৃত্যুতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং শোকবার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেন, ‘বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপের প্রয়াণে গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের জনগণ ও কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর কাছে তিনি সবসময় কর্তব্যবোধ ও সম্মানবোধ এবং মহামান্য রানীর শক্তি ও সামর্থ্যের স্তম্ভ হয়ে থাকবেন।’
শুক্রবার (৯ এপ্রিল) বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৯৯ বছর।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বাংলাদেশে ব্রিটেনের রানীর দুটি ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন, যেখানে ডিউক অব এডিনবরা তার সঙ্গী ছিলেন।
ব্রিটিশ রানীর প্রতি প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়ে প্রার্থনা করেন, 'সর্বশক্তিমান এই অপূরণীয় ক্ষতি সইবার জন্য আপনাকে, শোকার্ত রাজ পরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের জনগণকে মনোবল ও সাহস দান করুন।'