ইউক্রেনের বন্দরে বোমা হামলার শিকার ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের আটকে পড়া ২৮ নাবিক আগামীকাল বুধবার দেশে ফিরছেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে নাবিকেরা মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে রওনা দেবেন। আগামীকাল বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার দুপুরে একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, “আজ বাংলাদেশ সময় রাত ১০টায় রোমানিয়া থেকে বিশেষ একটি বিমানে করে ২৮ নাবিককে ঢাকায় নিয়ে আসা হবে। সব কিছু ঠিক থাকলে তারা আগামীকাল দুপুরে ঢাকায় ল্যান্ড করবেন। তবে নিহত হাদিসুরের মরদেহ এখনো রোমানিয়াতে রয়েছে। সেটা পরে আনা হবে।”হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়াতে একটি বাংকারের ফ্রিজারে রয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায় ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নুর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটিতে রকেট হামলা চলে। এতে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি।
গত ২ মার্চ স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়লে আগুন ধরে যায়। তবে সবার পরিশ্রমে আগুন নেভানো সম্ভব হয়। রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান।