১২ কেজি এলপিজির দাম আবার বাড়ল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২, ২০২৩, ১২:৪৩ পিএম

১২ কেজি এলপিজির দাম আবার বাড়ল

এলপিজি। ফাইল ছবি

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ১৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগের মাসে এটি ৭৯ টাকা বেড়েছিল।

মাসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ মূল্য ঘোষণা করা হয়, যা কার্যকর হবে সন্ধ্যা ছয়টা থেকে।

প্রতি মাসের প্রথম সপ্তাহে এলপিজির সমন্বয়কৃত দর ঘোষণা করে বিইআরসি।

সমন্বয়কৃত মূল্য অনুযায়ী, নভেম্বরে এলপিজির ১২ কেজির সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হবে ১ হাজার ৩৮১ টাকা, যা অক্টোবরে ছিল ১ হাজার ৩৬৩ টাকা। অর্থাৎ রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের ১২ কেজির সিলিন্ডার কিনতে চলতি মাসে ক্রেতাকে ১৮ টাকা বেশি গুনতে হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর তথা মূসকসহ সাড়ে পাঁচ কেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে ৬৩৩ টাকা। এ ছাড়া ১৫ এলপিজির দাম ১ হাজার ৭২৬ টাকা, ২০ কেজির দাম দুই হাজার ৩০২ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৮৭৭ টাকা ও ৩০ কেজির দাম ৩ হাজার ৪৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!