রাজশাহীতে পুলিশ একাডেমিতে ১৬ রাসেলস ভাইপার সাপ উদ্ধার

জাতীয় ডেস্ক

জুন ২৪, ২০২৪, ০১:০২ পিএম

রাজশাহীতে পুলিশ একাডেমিতে ১৬ রাসেলস ভাইপার সাপ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে ১৬টি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার এসব সাপ উদ্ধার করা হয়।

সোমবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল।

তিনি বলেন, “গতকাল রোববার সকাল থেকে দুই দফায় রাসেলস ভাইপার সাপের বাচ্চাগুলো জনসমক্ষে বের হয়ে আসে। প্রথমে সকাল ১০টার দিকে নয়টি সাপের বাচ্চা বের হয়। এরপর দ্বিতীয় দফায় সাতটি সাপের বাচ্চা দেখা যায়। সাপগুলো পুলিশ একাডেমির ভেতরেই ছিল। এর মধ্যে বেশ কয়েকটি সাপ মেরে ফেলা হয়েছে। বাকি কয়েকটি সাপ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Link copied!