মার্চ ৪, ২০২৫, ১২:২০ পিএম
ছবি: প্রতীকী
চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এর আগে ওই যুবকদের গুলিতে স্থানীয় পাঁচ বাসিন্দা আহত হন। গতকাল সোমবার রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ। গুলিবিদ্ধ স্থানীয় চার বাসিন্দা হলেন ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮) ও আব্বাস উদ্দিন (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন বন্দুকধারী ডাকাত একটি বাড়িতে আসার খবর স্থানীয় মসজিদে প্রচারিত হলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। একটি অটোরিকশায় করে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল এলোপাথাড়ি গুলি চালালে পাঁচজন গুলিবিদ্ধ হন।’
তিনি বলেন, ‘এ সময় অটোরিকশা থেকে দুজনকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গণপিটুনিতে নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সন্দেহভাজন ডাকাতদল এলাকার বাইরে থেকে এসেছে। এলাকাবাসী তাদের চেনে না।’
মিল্টন বিশ্বাস জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।