সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৮:০০ পিএম
যুক্তরাজ্যে মালবাহী একটি লরি ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিন সদস্য।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় আলমগীর গাড়ি চালাচ্ছিলেন।
নিহত তিনজন হলেন আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তাঁর ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের। হাসপাতালে মৃত্যু হয় কন্যার। অন্যদিকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আলমগীরের স্ত্রী। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তাঁর গর্ভপাত হয়েছে।
আলমগীরের চাচা আহমদ মোসা বলেন, তাঁর ভাতিজা (আলমগীর) সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাঁদের জানায়নি পুলিশ। লাশ তিনটি এখনো পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।
আলমগীরের বাবার নাম আবদুল কালাম। বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।
যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা তরুণ ব্যবসায়ী আলমগীর পারিবারিকভাবে সুপরিচিত হওয়ায় ওয়ালসালে বসবাসকারী বাংলাদেশিসহ এশিয়ান কমিউনিটিতে বিরাজ করছে শোকের পরিবেশ। দুই সন্তানসহ আলমগীরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওয়ালসালে।