সাত দিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় রিখটার স্কেলে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মনিরামপুরেই। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, “৩.৫ মাত্রার এই ভূমিকম্পটি নিম্ন মাত্রার।”
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরামপুর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত দূরত্ব প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম।
এতে এ মাসে তৃতীয়বার দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হলো। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর পর সাত দিনের ব্যবধানে ২১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে, বিশেষ করে সুনামগঞ্জ জেলার ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এ ধরনের ভূমিকম্প সাধারণত ক্ষুদ্র মাত্রার হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে।