নরসিংদীর রায়পুরার শ্রীনগরে একটি বাজার দখলকে কেন্দ্র করে থেমে থেমে দু’পক্ষের সংঘর্ষে নারী ও কিশোরসহ চারজন নিহত হয়েছেন। এ সময় গুলি ও টেঁটার আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে সায়দাবাদ গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর।
নিহতদের পরিচয়- শ্রীনগর এলাকার দিরুজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আনিস মিয়া (৩০) ও আমির হোসেন (৭০)। নিহত ৪ জনের মধ্যে দুজন স্থানীয় সাবমিয়া গ্রুপের বলে জানা গেছে। বাকি দুজন কোন গ্রুপের সেটা জানা সম্ভব হয়নি।
সংঘর্ষের ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয়রা জানায়, শ্রীনগরের সায়দাবাদ বাজার দখলকে কেন্দ্র করে কিছুদিন ধরে একই এলাকার হানিফ মাস্টার গ্রুপ ও সাবমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে গতকাল বুধবার সকাল থেকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। মধ্যরাতে সেটা টেঁটাযুদ্ধে রূপ নেয়। সবশেষ আজ ভোরে সংঘর্ষে ৪ জন প্রাণ হারান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন পলাশ বলেন, “আমরা এই খবর জানতে পেরেছি। সেনাবাহিনীসহ ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো যাবে।”