আগস্ট ১৭, ২০২৪, ০৯:০৬ পিএম
৪ মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ে মোট ৫ জন সচিবকে চুক্তির ভিত্তিতে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে মো. আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে, আবদুর রশিদকে শিক্ষা মন্ত্রণালয়ে, এহসানুল করিমকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব হিসেবে নাসিমুল গণিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, নবনিযুক্ত সচিবরা সবাই প্রশাসন ক্যাডারের ৮২তম ব্যাচের কর্মকর্তা। অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ওয়াহিদুল ইসলাম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
এ ছাড়া বাংলা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তত ৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।