ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৩:৫১ পিএম
এলজিইডির আওতায় চলতি অর্থবছরে দেশজুড়ে পল্লী এলাকায় ৪৯৩০ কিলোমিটার সড়ক উন্নয়ন ও ২১ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পর্বে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এলজিইডির আওতায় চলতি অর্থবছরে দেশব্যাপী পল্লি এলাকায় ৪৯৩০ কিলোমিটার সড়ক উন্নয়ন, ১৪৪০০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ, ২১০০০ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১৯০০০ মিটার ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণ, ৯০টি গ্রোথ সেন্টার/হাটবাজার উন্নয়ন, ৫০টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, ২৫টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, ৪০০ কিলোমিটার সেচ খাল খনন-পুনঃখনন, ৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ-সংস্কার, ১২০টি রেগুলেটর নির্মাণ/সংস্কার, ১১০ কিলোমিটার বৃক্ষরোপণ ইত্যাদি কাজ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ সকল উন্নয়ন কাজের বাস্তবায়ন চলমান, যা চলতি বছরের জুনের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।