এক বছর সাজা খেটে মুক্তি পেল ৯ ছাগল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২৩, ০৭:৪৭ এএম

এক বছর সাজা খেটে মুক্তি পেল ৯ ছাগল

ছাগলগুলো বুঝে নিচ্ছেন মালিক। ছবি: ইউএনবি

কবরস্থানের ভেতর ঢুকে ঘাস ও গাছ পাতা খাওয়ার দায়ে প্রায় এক বছর সাজা ভোগের পর মুক্তি মিললো ৯টি ছাগলের।

শুক্রবার (২৪ নভেম্বর) মুক্তির পর ছাগলগুলোকে এদের মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) খোয়ারে আটকে ছিল ওই ছাগলগুলো।

জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এ অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

এ বিষয়ে ছাগলের মালিক রাজিব নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় বিসিসি কর্তৃপক্ষ ছাগলগুলোকে মালিকের কাছে হস্তান্তর করেন।

Link copied!