বেনজীর ও তার পরিবার চাইলে ১৫ দিন সময় দেবে দুদক

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৪, ০৮:৩০ পিএম

বেনজীর ও তার পরিবার চাইলে ১৫ দিন সময় দেবে দুদক

ছবি: সংগৃহীত

চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারকে ১৫ দিন সময় দেবে দুদক বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার জহুরুল হক। তিনি বলেছেন, “দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কি না, সেটা আইনে সুস্পষ্ট বলা নেই। না এলে ধরে নিতে হবে তার কোনও বক্তব্য নেই। তবে তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনারের রয়েছে।”

জহুরুল হক বলেন, “সময় দেওয়ার পরও যদি তিনি দুদকে না আসেন, তাহলে ধরে নিতে হবে তার কোনও বক্তব্য নেই। তখন নথিপত্র দেখে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রমাণিত, না হলে নাই।”

দুদক কমিশনার আরও বলেন, “অনুসন্ধানের স্বার্থে যা যা করণীয়, সবই করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতেও বিচার হবে, এতে কোনও বাধা নেই। এটা আদালত বুঝবেন।”

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশে রয়েছেন কি না এ ব্যাপারে জহুরুল হক বলেন, “দেশে আছেন নাকি বিদেশে গেছেন, এ সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই।”

উল্লেখ্য, বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর ও  ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

Link copied!