চতুর্থ দফায় অবরোধের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৩, ১১:০৭ এএম

চতুর্থ দফায় অবরোধের ডাক বিএনপির

ফাইল ছবি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী ১২ ও ১৩ নভেম্বর (রবিবার ও সোমবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে নতুন এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) অবরোধের ঘোষণা দেয়।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। 

এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। 

এর পর এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবার অবরোধের ডাক দেওয়া হলো।

Link copied!