বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

জাতীয় ডেস্ক

আগস্ট ২৪, ২০২৪, ০৯:২০ এএম

বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

হেলিকপ্টারের মাধ্যমে বন্যাকবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ বিমান বাহিনী।

শুক্রবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শুক্রবার হেলিকপ্টারের মাধ্যমে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা কবলিত এলাকায় যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, এশিয়ান পেইন্টস, ইমপ্রেস টেলিফিল্ম’র প্রকৃতি ও জীবনসহ সামরিক-বেসামরিক সংস্থা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে ত্রাণসামগ্রী প্রদান করেছে।

যে কোনও সময় ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর বিমানসমূহ প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া ইতোমধ্যে বিমান বাহিনীর ডিজেস্টার ম্যানেজম্যান্ট সেল চালু করা হয়েছে। যে কোনও মুহুর্তে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

Link copied!