ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সব মামলা বাতিল হবে: আসিফ নজরুল

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৯, ২০২৪, ১১:৩০ এএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সব মামলা বাতিল হবে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলে তার আওতায় থাকা সব মামলা একই সঙ্গে বাতিল হয়ে যাবে। তবে, কম্পিউটার অপরাধ, যেমন কম্পিউটার হ্যাকিং বা প্রাইভেট ছবি দিয়ে ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধের ক্ষেত্রে আইন কার্যকর থাকবে। কিন্তু সাংবাদিকতা বা মুক্তমনা মানুষদের বিরুদ্ধে, বিশেষ করে ভিন্নমতের কারণে দায়ের করা মামলা গুলোর ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়া হবে না। এসব মামলা ফেস বাই ফেস (সামনাসামনি) বাতিল হবে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল আরও বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব হওয়ার চেষ্টা করছে এবং সরকার বা পুলিশ কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেয়নি কিংবা মামলা দায়ের করেনি।

তিনি উল্লেখ করেন, “আমরা সবাই যেন পেশাগত পরিচয়ের বাইরে না চলে যাই। কক্সবাজারের একজন সাবেক সংসদ সদস্যকে উদাহরণ দিয়ে বলেন, ‘আপনি তাকে রাজনীতিক বলেন বা ইয়াবা ব্যবসায়ী বলেন, যতই রাজনীতি করুক।’”

আইন উপদেষ্টা আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের অবশ্যই নৈতিকতার পথে থাকা উচিত। তিনি প্রশ্ন তুলেন, “যদি কেউ গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচন বা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অনুগত থাকার মতো কাজগুলো প্রকাশ্যে সমর্থন করে, তাকে সাংবাদিক বলা যায় কি? না কি অন্য কিছু?” তিনি যোগ করেন, “অনেক সাংবাদিক আছেন যারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের পদলেহী হননি।”

অনুষ্ঠানে ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মহি উদ্দিন, এবং সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে পুরস্কৃতদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র, চেক এবং রেপ্লিকা প্রদান করা হয়।

Link copied!