মেয়র তাপস

‘প্রতিকূল আবহাওয়া বিবেচনায় রেখেই ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন’

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৯, ২০২৪, ০৯:৪১ এএম

‘প্রতিকূল আবহাওয়া বিবেচনায় রেখেই ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: দ্য রিপোর্ট.লাইভ

প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে এ কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঢাদসিক মেয়র বলেন, ‘গত বছর প্রবল বৃষ্টিপাত হওয়ার পরেও এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এক ফোঁটা পানিও ভেতরে আসতে পারেনি ও সবাই সুন্দরভাবে জামাতে অংশগ্রহণ করতে পেরেছে। যদিওবা এবার বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারপরও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই আমরা এরই মধ্যে আমাদের সব আয়োজন সম্পন্ন করেছি।’

তিনি আরও বলেন, ‘সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। যদি এখানে সম্ভব না হয় তাহলে বায়তুল মোকাররমে (জাতীয় মসজিদ) পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে (সকাল নয়টায়)। আমি মনে করি, আমাদের যে আয়োজন আছে এটার মাধ্যমে সকলেই এখানে স্বাচ্ছন্দ্যে জামাতে অংশগ্রহণ করতে পারবে।’

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় সম্পন্ন হবে জানিয়ে ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায়ের আহ্বান জানান। এ সময় ঢাকাবাসী ও দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। এছাড়া জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলেও গণমাধ্যমকে জানান তিনি।

Link copied!