গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার সাড়ে ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত সব বগি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অর্থাৎ প্রায় ৩২ ঘণ্টা পর এই উদ্ধার তৎপরতা শেষ হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরপর যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে ওই রুটের ট্রেনের বিপর্যয় হওয়ার সিডিউল স্বাভাবিক হতে আরও অনেক সময় লাগবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ নিয়ে সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে জয়দেবপুরে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালের ১ কিলোমিটার দূরে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়। আহত হন লোকোমাস্টারসহ চারজন।