বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন করায় আমার সংবাদের সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২০, ২০২৪, ০৩:২৩ এএম

বেতন না দিয়ে সাংবাদিকদের নির্যাতন করায় আমার সংবাদের সম্পাদক আটক

সাংবাদিকদের নির্যাতন করায় দৈনিক আমার সংবাদের সম্পাদককে আটক করেন সেনা সদস্যরা। ছবি: সংগৃহীত

বেতন না দিয়ে অফিসে আটকে রেখে সাংবাদিকদের নির্যাতনের অভিযোগে দৈনিক আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছেন সেনা সদস্যরা। এ সময় সাংবাদিকদের মাথায় অস্ত্র ঠেকিয়ে নির্যাতনেরও অভিযোগ এসেছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে দৈনিক আমার সংবাদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে মতিঝিল থানায় সম্পাদক হাশেম রেজার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মতিঝিল থানার পুলিশ সদস্যরা।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান একসময় দৈনিক আমার সংবাদে কাজ করতেন। তিনি বকেয়া বেতন চাওয়ায় সোমবার তার ওপর হামলা চালান পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক হাশেম রেজা। এ সময় নোমানসহ আরও কয়েকজনকে জিম্মি এবং তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন প্রতিষ্ঠানটির অ্যাডমিন আজাদ হোসেন।

একপর্যায়ে তারা বাইরে থাকা অন্যদের কাছে সাহায্য চাইলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করেন এবং দৈনিক আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যায়।

Link copied!