কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৪৯ পিএম

কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

আগামীকাল (রোববার) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর শেষ হবে পাঁচ দিনব্যাপী এই মহোৎসব।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার ১ হাজার ৮৯৪টি বেশি মণ্ডপে পূজা উদযাপন হবে। শুধু ঢাকাতেই রয়েছে ২৫৮টি মণ্ডপ ও মন্দির।

উৎসব ঘিরে রাজধানীসহ সারাদেশে সাজ সাজ রব। টানা চার দিনের সরকারি ছুটি উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। পূজামণ্ডপগুলোতে প্রতিমা স্থাপন, আলোকসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসবের। শাস্ত্রমতে, এ বছর দেবী দুর্গার আগমন গজে (হাতি) এবং প্রস্থান দোলায় (পালকি)। গজে আগমন শান্তি ও সমৃদ্ধির প্রতীক হলেও দোলায় প্রস্থানকে অশুভ ধরা হয়।

অন্তর্বর্তী সরকার এ বছর দুর্গাপূজার জন্য পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ রাজধানীর বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ ও বিজয়া শোভাযাত্রার আয়োজন করা হবে। পূজা উপলক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

মন্ত্রিপরিষদ বিভাগ দুর্গোৎসবের সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

Link copied!