নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৩, ১০:৫৪ এএম

নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে চিন্তিত নয় আওয়ামী লীগ। আর বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের আর কোনো আহ্বান থাকতে পারে না। এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে, আওয়ামী লীগও অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনে একমত, নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরাও তাই চাই।

তিনি আরও বলেন, অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষক সাড়া দেবে না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছে। এ নিয়ে আমরা চিন্তিত না। এ নির্বাচন নিয়ে অনেক বিভ্রান্তি ও অপবাদ ছাড়ানো হয়েছে। 

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নিজেরাই সেই সুযোগ নষ্ট করেছে। বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের আর কোনো আহ্বান থাকতে পারে না। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জন্য আর কোনো স্পেস নেই বলেও জানান তিনি। 

পিটার হাস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পিটার হাসকে নিজেদের পক্ষে চায় না আওয়ামী লীগ। তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ নিলে সেটাও প্রত্যাশিত নয়। একজন রাষ্ট্রদূত হিসেবে তিনি সীমারেখা মেনে চলবেন এটাই প্রত্যাশা।

Link copied!