ভারত মহাসাগরে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ সোমালিয়ার জলদস্যুর কবলে পড়েছে। এমভি আব্দুল্লাহ নামে ওই জাহাজ কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে অগ্রসর হচ্ছিল। জাহাজটিতে ২৩ জন ক্রু অবস্থান করছেন।
জলদস্যুর কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম। তিনি জানান, জাহাজটি এখন মোজাম্বিকের কাছে অবস্থান করছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নাবিকরা সুস্থ আছেন। জানা গেছে
জাহাজটি গত বছর সংগ্রহ করে কেএসআরএম গ্রুপ। ২০১৬ সালে তৈরি জাহাজটি লম্বায় ১৯০ মিটার। কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি।
এর আগে ২০১০ সালে একই কোম্পানির মালিকানাধীন জাহাজ জাহানমনি সোমালিয়া জলদস্যুদের হাতে ছিনতাই হয়। পরে সেটি মুক্তিপণের মাধ্যমে উদ্ধার করা হয়।