কলেজ শিক্ষক নূরুল আমিন গতকাল (৫৮) রবিবার সকাল ১০ টার দিকে ঢাকার গুলশান-২ এলাকায় রাস্তা পারাপারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার আকস্মিক ওই মৃত্যুর খবরে এদিন সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বড় ভাই সরিষাবাড়ির তারাকান্দি যমুনা ফার্টিলাইজার কোম্পানীর কর্মকর্তা আবুল হোসেন (৭০)। তারা টাঙ্গাইলের ভূঁঞাপুরের চর নিকলার বাসিন্দা।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন নূরুল আমিন। কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আবু সাদত বিপলু সাংবাদিকদের জানান, নূরুল আমিন ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিকের জীববিজ্ঞান পরীক্ষার প্রধান পরীক্ষক নিযুক্ত হওয়ায় প্রশিক্ষণের জন্য গত শুক্রবার স্বপরিবারের ঢাকায় যান। রাতে বড় ভাই আবুল হোসেনের বাসায় ছিলেন তিনি।
গতকাল রবিবার সকালে শিক্ষা বোর্ডে যাওয়ার পথে গুলশান-২ এলাকায় রাস্তায় হৃদরোগে আক্রান্ত হন নূরুল আমিন। পরে পথচারীরা তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বড় ভাই আবুল হোসেন অসুস্থ থাকায় তাকে মৃতুর সংবাদ জানানো হয়নি। কিন্তু সন্ধ্যায় তিনি কারও কাছ থেকে ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ জেনে যান। জানার পর তিনিও হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে গুলশানের ইউনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। রবিবার এশার নামাজের পর নূরুল আমিনকে এবং আবুল হোসেনকে আজ সোমবার সকালে ভূঞাপুরের চর নিকলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে নিজ গ্রাম উপজেলার চর নিকলা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।