বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে: ইসি রাশেদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৩, ০৩:০৭ পিএম

বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে নির্ধারিত ছকের মধ্যেই তাদের নির্বাচনে আসতে হবে। বিএনপি নির্বাচনে আসার আগ্রহ প্রকাশ করলে কমিশন বসে আইন-কানুন ঘেঁটে তফসিল পুনর্বিবেচনার চেষ্টা করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে সেনাবাহিনী থাকবে। আগের নির্বাচনগুলোতেও ছিল। তবে আইন অনুযায়ী সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে না।

সামগ্রিক প্রস্তুতি তুলে ধরে ইসি রাশেদা বলেন, নির্বাচন ও ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করতেই প্রস্তুতিমূলক সভা। নির্বাচন কমিশন সবাইকে নির্বাচনে দায়িত্বশীল দেখতে চায়। সমস্যা ও প্রয়োজনের বিষয়টি এতে আলোচনা হয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর নির্বাচন করাই মূল লক্ষ্য। নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সে বিষয়ে সবার সামগ্রিক প্রস্তুতি রয়েছে।

Link copied!