বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২, ২০২৩, ০২:১২ পিএম

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেফতার

জহির উদ্দিন স্বপন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ( ২ নভেম্বর))  সন্ধ্যায় গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি‍‍`র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী শাসকগোষ্ঠীর চলমান নিষ্ঠুর কর্মকাণ্ডে প্রতীয়মান হচ্ছে যে, তারা দেশের মানুষকে চায় না, তারা চায় এদেশের ভূমি ও সম্পদ। যাতে দখলবাজি ও লুটতরাজ চালিয়ে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় গড়া যায়। আর এজন্য তারা বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী ক্র্যাকডাউন চালাচ্ছে। আর তারই ধারাবাহিক শিকার হলেন জহির উদ্দিন স্বপন। অবৈধ সরকারের পায়ের নিচের মাটি আর অবশিষ্ট নেই বলেই তারা এখন হিংস্রতার শেষ সীমানায় চলে গেছে। অবৈধ ক্ষমতা ধরে রাখতে সরকার এখন ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর বিষ দাঁত বসাতে শুরু করেছে। তবে জনগণ এখন সরকারের বিষদাঁত ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। বর্তমান শাসকগোষ্ঠীর নির্যাতন-নিপীড়ন যত ভয়াবহ হবে ততোই জনগণ বলিয়ান হয়ে সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন করে ছাড়বে ইনশাল্লাহ। অবৈধ সরকারের বিরুদ্ধে বিজয় এখন জনগণের দোরগোড়ায়।’

বিএনপি‍‍`র সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে অবিলম্বে জহির উদ্দিন স্বপন এর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

Link copied!