‘বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্রের অংশীদার বিএনপি’

জাতীয় ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৩, ০৯:২৪ এএম

‘বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্রের অংশীদার বিএনপি’

ছবি: সংগৃহীত

‘নির্বাচন ঘিরে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এসব নিয়ে আমরা বিচলিত নই। আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের পরেও বিভিন্ন রকম চাপ আসতে পারে। বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির করার মতো অশুভ পরিকল্পনাও তাদের রয়েছে।’ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো এবং এ পথকে মসৃণ করার লক্ষ্যে আমরা বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার এ প্রত্যয় ব্যক্ত করেছেন-আমাদের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। সুতরাং নিষেধাজ্ঞা আরোপের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে আসেনি, অংশ নেয়নি। নির্বাচনের বিরুদ্ধে তাদের আন্দোলন এ যাবত ব্যর্থ হয়েছে। ব্যর্থ আন্দোলন করে তারা ক্ষান্ত হয়নি, তারা এখন নাশকতার পরিকল্পনা করছে, বাস পোড়াচ্ছে, গুপ্ত হামলা চালাচ্ছে, গুপ্ত হত্যা করছে, ট্রেনে আগুন দিচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩০০টি পরিবহনে তারা আগুন দিয়েছে। লাইনের ওপর দাঁড়ানো ট্রেনে পর্যন্ত তারা আগুন দিয়েছে।’

তিনি আরও বলেন,‘বরং নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, গুপ্ত হত্যা, জ্বালাও-পোড়াও, গুপ্ত হামলা, এদের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।’

মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি সারা দেশে কর্মসূচির নামে নাশকতা করার পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা নির্বাচনের পক্ষের শক্তি, তাদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধভাবে এবং জনগণের মধ্যে যারা আজ নির্বাচনের পক্ষের শক্তি, তারা ঐক্যবদ্ধভাবে এদের এই নাশকতা, গুপ্ত হত্যা, অগ্নি সন্ত্রাস প্রতিরোধ করতে সতর্ক-সজাগ থাকবেন।’

সেইসাথে তিনি বলেন,‘আমাদের দলের নেতাকর্মীদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে, যেন বিএনপি কর্মসূচির নামে কোথাও কোনো নাশকতা করতে না পারে।’

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের পরেও বিভিন্ন রকমের চাপ আসতে পারে। বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির অশুভ পরিকল্পনাও তাদের রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন,‘এসব মোকাবিলা করার মতো মানসিক শক্তি, রাজনৈতিক শক্তি, দৃঢ়তা আমাদের আছে। আওয়ামী লীগ বারে বারে ষড়যন্ত্র মোকাবিলা করেই আজকের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের পথ-পরিক্রমা ষড়যন্ত্র মোকাবিলা করেই বারে বারে আমরা গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিয়েছি। এখনো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে যত বাধাই আসুক, যত ষড়যন্ত্রই হোক, আমরা এই নির্বাচন অবশ্যই সফল করা এবং এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ করার যে লড়াই-এ লড়াইয়ে আমরা অবিচল। আমরা পাহাড়ের মতো অনড়।’

দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র মোকাবিলায় কী পরিকল্পনা নেওয়া হয়েছে জানতে চাইলে কাদের বলেন, ‘প্রতি নিয়ত বিশিষ্ট ব্যক্তিদের সাথে, বাংলাদেশ ব্যাংক এবং এখানে যারা বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অর্থ বিভাগ-নেত্রী প্রায় প্রতিদিনই এদের সাথে আলাপ-আলোচনা করছেন। ভবিষ্যতে সংকট যাতে না হয়, সংকট এড়ানো যায়, সে ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া যায়, এ ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সক্রিয় এবং সচেষ্ট।’

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসেনি। নির্বাচনের বিরুদ্ধে তাদের আন্দোলন এ যাবত সফল হয়নি। তারা এখন নাশকতা করছে। চোরাগোপ্তা হামলা করছে। মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি আবারও সারাদেশে হঠাৎ করে কর্মসূচির নামে নাশকতার পরিকল্পনা করছে।

আমরা যারা নির্বাচনের পক্ষের শক্তি সবাইকে অনুরোধ করছি ঐক্যবদ্ধ হতে। জনগণকেও আহ্বান জানাচ্ছি, বিএনপির নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করতে এবং এ নিয়ে সজাগ ও সতর্ক থাকতে। আমাদের নেতাকর্মীদেরকেও সতর্ক থাকতে হবে, কর্মসূচির নামে বিএনপি যেন কোথাও নাশকতা করতে না পারে।

ওবায়দুল কাদের জানান,মার্কিন নিষেধাজ্ঞার যৌক্তিক কারণ দেখেন না । যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Link copied!