ভোলাহাটের সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশইন করল বিএসএফ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:০২ পিএম

ভোলাহাটের সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশইন করল বিএসএফ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে তৃতীয় দফায় আবারও ১৯ জনকে পুশইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে বিএসএফ সদস্য্যরা বাংলাদেশের অভ্যন্তরে ওই ১৯ জনকে ঠেলে দেয় বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি ও চাঁদশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠায় ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ঠেলে পাঠানোদের মধ্যে ৩ শিশু, ৬ জন নারী এবং বাকিরা পুরুষ। তাৎক্ষণিকভাবে ঠেলে পাঠানো ১৯ জনের পরিচয় জানা যায়নি, তবে তারা সবাই বাংলা ভাষাভাষী।

ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়াজ জাহান জানান, তিনি লোকমুখে শুনেছেন ১৯ জনকে ঠেলে পাঠানো হয়েছে। 

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ১৯ জনকে ঠেলে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। খবর সমকাল।

এর আগে এ উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে ৩ জুন ৮ জনকে এবং এর ৩ মাস আগে একই সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ।

Link copied!