ছবি: সংগৃহীত
বান্দরবানে লামায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়ায় দুর্বৃত্তদের দেওয়া অগ্নিসংযোগে ১৭টি ঘর পুড়ে যাওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এজাহার ভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে লামা সরইয়ের পূর্ব বেত ছড়া পাড়া এলাকায় বসবাসরত ত্রিপুরাদের ১৯টি বাড়ির মধ্যে ১৭টি ঘরবাড়ি দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছবব ছন্দ্র ত্রিপুরা পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা, মসুইনিয়া ত্রিপুরা, ও মো. ইব্রাহিম।
বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ঘটনাস্থল পরিদর্শনে এসে গণমাধ্যমকে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে, ঘটনায় ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে গত রাতে মামলার সাত জন এজাহার ভুক্ত আসামির মধ্যে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। আর ইতিপূর্বে এ ধরণের ঘটনা ঘটে থাকলে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘পাড়ায় ১৯টি পরিবারের মধ্যে ১৭টি ঘর আগুনে পুড়ে গেছে। পুলিশ সুপার সাথে আছেন এটা তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না, গতকাল লামা উপজেলার নির্বাহী অফিসার কম্বল কাপড়-চোপড়, চাল, কিছু শুকনো খাদ্য সহায়তা করা হয়েছে। তার পাশাপাশি ক্ষতিগ্রস্থদেরকে পূর্ণবাসন করার ব্যবস্থা করা হচ্ছে।’
বেতছড়া পাড়ার প্রধান পাইসাপ্রু ত্রিপুরা বলেন, টংগঝিড়ি এলাকার নতুন পাড়াবাসীদের বেদখল হওয়া জায়গা থেকে অবৈধ দখলদার লোকজন চলে যাওয়ার পর ১৯টি ত্রিপুরা পরিবার সেখানে বসবাস করে শুরু করে। তারা সবাই পুরনো টংগঝিরি পাড়ার বাসিন্দা। বড়দিন উপলক্ষ্যে বেতছড়া পাড়ার বাসিন্দারা বড়দিন উদযাপনের জন্য ঘরবাড়ি খালি রেখে মঙ্গলবারে সবাই পুরনো টংগঝিরি পাড়ায় যায়। কারণ পূর্ববেতছড়া পাড়ায় কোনো গীর্জা নেই। রাতে মানুষ শূন্য পাড়ায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। দুটি ঘর বাদে পাড়ার ১৭টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।