আগস্ট ২৭, ২০২৩, ০৯:২২ পিএম
ভারতের পাঠানো চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এতে টাকা লেগেছে ৬৫০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় ৯০০ কোটি টাকা- এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
‘বিএনপি ক্ষমতায় এলে এক দিনে সব শেষ করে দেবে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রতিবাদ করে পাল্টা প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি ৮১ সালে ক্ষমতায় আসেনি? বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তো আজকের প্রধানমন্ত্রী দেশে ফিরেছিলেন। তিনি দেশে ফেরার ১৫ দিন পর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বিপক্ষ দল ও প্রতিপক্ষকে নির্মূল করার দৃষ্টান্ত আওয়ামী লীগের। সিরাজ সিকদার তো আপনাদের হাতে মারা গেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুকে তো আপনারা গুম করেছেন।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘১৯৯১ ও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের কী ক্ষতি হয়েছে? বরং আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপির নির্বাচিত এমপিরা হারিয়ে যায়, ছাত্রনেতারা বিচারবহির্ভূত হত্যার স্বীকার হন।’
দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হক, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।