বাংলা নববর্ষের উৎসব ঘিরে রাজধানীর কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আগামীকাল রোববার ভোর পাঁচটা থেকে বিকেল চারটা পর্যন্ত রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বেশ কয়েকটি ডাইভারশন থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যেসব জায়গায় ডাইভারশন থাকবে
বাংলামোটর ক্রসিং > মিন্টো রোড ক্রসিং > অফিসার্স ক্লাব ক্রসিং > কাকরাইল চার্চ ক্রসিং > কদম ফোয়ারা ক্রসিং > ইউবিএল ক্রসিং > দোয়েল চত্বর ক্রসিং > ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং > জগন্নাথ হল ক্রসিং > ভাস্কর্য ক্রসিং > নীলক্ষেত ক্রসিং > কাঁটাবন ক্রসিং।
আরও পড়ুন: বর্ষবরণ উৎসব উদযাপনে প্রস্তুত রমনা বটমূল
যান চলাচলের বিকল্প রাস্তা
১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগমুখী যাত্রীবাহী গাড়ি বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে যাবে।
২. বঙ্গবাজার-হাই কোর্ট থেকে মৎস্য ভবনমুখী গাড়ি যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
৩. জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবনমুখী যাত্রীবাহী গাড়ি ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।
৪. শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাটমুখী যাত্রীবাহী গাড়ি নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।